শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:০৭

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৯ মার্চ ২০১৯ ১২:৫৮:৩৫ অপরাহ্ন

শিক্ষার্থীদের আন্দোলনে ভিপি নুরের একাত্মতা

বেপরোয়া বাসচাপায় আবরার আহমেদ চৌধুরী নামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী নিহতের ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়েছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, এই আন্দোলনে আঘাত করা হলে ‘দাত ভাঙা’ জবাব দেওয়া হবে। নুর বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। হামলাকারী হেলমেট বাহিনীকে বিচারের আওতায় আনতে হবে। সড়ক আটকে শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে বিকাল পৌনে ৫টায় কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খানকে নিয়ে সেখানে যান নুর। এর আগে ১০টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন মেয়র আতিকুল ইসলাম শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত হন। বাসচালকের বিরুদ্ধে আইন অনুয়ায়ী ব্যবস্থা নেওয়াসহ শিক্ষার্থীদের দাবি পূরণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। কিন্তু তার আশ্বাসেও শিক্ষার্থী রাস্তা ছাড়েননি। উল্লেখ্য, সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণি সড়কে বেপরোয়া বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্র আবরার নিহত হন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com