রোববার, ০৫ মে ২০২৪, ০৩:১৬

প্রকাশিতঃ শনিবার, ১৬ মার্চ ২০১৯ ০৪:১৮:২৮ পূর্বাহ্ন

আজ দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ দ্বিতীয় কাঁচপুর সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি চালু হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজটের দুর্ভোগ কমে আসবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ সেতু উদ্বোধন করবেন বলে প্রকল্পের পরিচালক আবু সালেহ মোহাম্মদ নুরুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন। দ্বিতীয় কাঁচপুর সেতুর নির্মাণকাজ শেষ হয়েছে কয়েকদিন আগেই। পথচারীদের জন্য আছে প্রশস্ত ওয়াকওয়ে। বর্তমানে উদ্বোধন না হওয়ায় সেতুর দুই পাশ আটকে রাখা হয়েছে। প্রকল্প পরিচালক আবু সালেহ মো. নুরুজ্জামান বলেন, মূল সেতু ও সংযোগ সড়ক নির্মাণে ব্যয় হয় ১ হাজার ৩০০ কোটি টাকা। এর ৭৫ ভাগের জোগান দেয় জাইকা। আর ২৫ ভাগ অর্থ সরকারের। এছাড়া আজ এশিয়ান হাইওয়ের (বাইপাস) ভুলতা ফ্লাইওভারের গাজীপুর-মদনপুর সড়কের একটি লেনও ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ফ্লাইওভার পরিদর্শন করেছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com