রোববার, ০৫ মে ২০২৪, ০৫:০৬

প্রকাশিতঃ রোববার, ১০ মার্চ ২০১৯ ০৩:১৬:৪২ পূর্বাহ্ন

৭৮ উপজেলায় ভোট গ্রহণ শুরু

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে আজ দেশের ৭৮ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে আগেই সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সূত্র অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগের ১২ জেলার ৮৭ উপজেলায় আজ প্রথম দফা ভোট গ্রহণের কথা ছিল। তবে আদালতের আদেশে রাজশাহীর পবা, সিরাজগঞ্জের উল্লাপাড়া ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার ভোট স্থগিত করা হয়। এছাড়া প্রভাব খাটানোর অভিযোগে লালমনিরহাটের আদিতমারী, নেত্রকোনার পূর্বধলা ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভোট স্থগিত করেছে ইসি। এছাড়া মোলান্দহ-মাদারগঞ্জ এবং নাটোর সদরে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। সুতারং আজ ভোটগ্রহণ হচ্ছে ৭৮ উপজেলায়। নির্বাচনে চেয়ারম্যান পদে ২০৭ জন, ভাইস চেয়ারম্যান ৩৮৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ২৮ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৫ জন, ভাইস চেয়ারম্যান ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন রয়েছেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com