শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৪৪

প্রকাশিতঃ রোববার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯ ০১:৫৯:১৯ পূর্বাহ্ন

কর্ণফুলী টানেল নির্মাণে খনন শুরু আজ

চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে’র খনন কাজ শুরু হচ্ছে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কাজের উদ্বোধন করবেন। এটিই দেশের প্রথম টানেল। এটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে যুক্ত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণে ব্যয় হবে ৯ হাজার ৮৮০ কোটি টাকা। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা ৩ হাজার ৯৬৭ কোটি টাকা ও চীন সরকারের অর্থ সহায়তা ৫ হাজার ৯১৩ কোটি টাকা। দুই টিউবের মূল টানেলটির দৈর্ঘ্য ৩ দশমিক ৪ কিলোমিটার। এর সঙ্গে টানেলের পশ্চিম ও পূর্ব প্রান্তে ৫ দশমিক ৩৫ কিলোমিটার সংযোগ সড়ক এবং ৭২৭ মিটার ওভার ব্রিজ নির্মাণ করা হবে। সংশ্লিষ্টরা জানান, ওয়ান সিটি টু টাউন মডেলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে সংযুক্তির উদ্দেশে এ টানেল নির্মাণ করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম শহরকে বাইপাস করে সরাসরি কক্সবাজারের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপিত হবে। ফলে চট্টগ্রাম শহরের যানজট কমে আসবে। প্রকল্পটির সার্বিক অগ্রগতি শতকরা ৩২ ভাগ এবং ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন সুধী সমাবেশে : চট্টগ্রাম ব্যুরো জানায়, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল (আজ) ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ নির্মাণ প্রকল্পের বোরিং কার্যক্রম ও লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করবেন। পরে তিনি সুধী সমাবেশে যোগ দেবেন। সুধী সমাবেশ হবে আউটার রিং রোডের খেজুরতলায়। প্রধানমন্ত্রী সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামে ল্যান্ড করবেন। এ উপলক্ষে প্রশাসন যাবতীয় প্রস্তুতি নিয়েছে
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com