শনিবার, ১৮ মে ২০২৪, ১০:৩৫

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯ ০৩:৪১:১৮ পূর্বাহ্ন

আন্তর্জাতিক গণমাধ্যমে চকবাজারের অগ্নিকাণ্ডের সংবাদ

রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৬৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অনেকে। এতে মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছেন কর্তৃপক্ষ। এদিকে চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হচ্ছে। বৃহস্পতিবার সকালেই আল-জাজিরা, বিবিসি নিউজ, টাইমস অব ইন্ডিয়া, সিবিসি নিউজ বহু আন্তর্জাতিক মাধ্যমে গুরুত্ব দেয়া হয়। ফায়ার সার্ভিসের সূত্র দিয়ে সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৬৯ উল্লেখ করা হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে উল্লেখ করে বলা হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশের রাজধানীর ঢাকার শতবর্ষের পুরনো ভবনে আগুন লেগে অন্তত ৫৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিবিসির খবরে মৃতের সংখ্যা ৬০ জন উল্লেখ করে বলা হয়েছে, রাসায়নিক গুদামে আগুন লাগায় এ ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার পর স্থানীয় সড়কে প্রচুর জ্যাম থাকায় উদ্ধারকার দ্রুত করা সম্ভব হয়নি। এতে হতাহতের পরিমাণ বাড়ছে। টাইস অব ইন্ডিয়ার খবরে মৃতের সংখ্যা ৫৬ উল্লেখ করা হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে সরু রাস্তার কারণে ক্ষয়ক্ষতি বেড়েছে বলে তারাও প্রতিবেদনে উল্লেখ করেছে। সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ঢাকার চকবাজারের বিধ্বংসী আগুনে অন্তত ৬৯ জনের মৃত্যু হয়েছে। আবাসনটিকে রাসায়নিক গুদামঘর হিসেবেও ব্যবহার করার কথা উল্লেখ করা হয়। প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চকবাজারের নন্দ কুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে একটি বহুতল ভবনে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com