শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৬:৩১

প্রকাশিতঃ সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ ০৬:৫৭:০০ পূর্বাহ্ন

অভিজিৎ হত্যার ৪ বছর পর জমা পড়ল চার্জশিট

লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের চার বছর পর অভিযোগপত্র (চার্জশিট) জমা পড়েছে। রোববার আদালতের সংশ্লিষ্ট বিভাগে এ চার্জশিট জমা দিয়েছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। সোমবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলশন্স বিভাগ। যুক্তরাষ্ট্র থেকে মা-বাবার সঙ্গে দেখা করার জন্য ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি অভিজিৎ দেশে আসেন। ওই বার একুশে বইমেলায় তার দুটি বই প্রকাশিত হয়। ২৬ ফেব্রুয়ারি মেলা থেকে ফেরার সময় রাত সাড়ে ৮টায় টিএসসি চত্বরের সামনে স্ত্রী বন্যা আহমেদসহ হামলার শিকার হন অভিজিৎ। হামলায় অভিজিৎ অজ্ঞান হয়ে পড়েন এবং তার মাথার মগজ বের হয়ে যায়। পরে হাসপাতালে নিলে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন মারা যান তিনি। চাপাতির আঘাতে বন্যার বা হাতের বৃদ্ধাঙ্গুলও বিচ্ছিন্ন হয়ে যায়। ব্লগার অভিজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় রায়ের ছেলে। বিজ্ঞানের নানা বিষয় নিয়ে লেখালেখির পাশাপাশি মুক্তমনা ব্লগ সাইট পরিচালনা করতেন তিনি। জঙ্গিদের হুমকির মুখেও বইমেলায় অংশ নিতে দেশে এসেছিলেন তিনি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com