শনিবার, ০৪ মে ২০২৪, ১১:২৬

প্রকাশিতঃ সোমবার, ১১ ফেব্রুয়ারী ২০১৯ ১০:৪৮:১৬ পূর্বাহ্ন

ডাকসু যেন জাতীয় নির্বাচনের মতো না হয়: নজরুল

সারা দেশে বিএনপিকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেয়া হচ্ছে না অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, 'নেতাকর্মীরা বাড়িতে থাকতে পারেন না। ছাত্ররাও দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় ও কলেজে যেতে পারেন না। এমন প্রেক্ষাপটে ডাকসু নির্বাচন হচ্ছে। আমরা বলেছি, ডাকসু যাতে জাতীয় ও স্থায়ী সরকার নির্বাচনের মতো না হয়। ’ সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ডাকসুতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে সরকার বাধা হবে না মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ক্ষমতাসীন দলের এমন বক্তব্যে আমরা আস্থা রাখতে চাই, বিশ্বাস করতে চাই। যদিও এখন পর্যন্ত সহাবস্থান নিশ্চিত হয়নি। আমরা চাইব, ছাত্র সংগঠনগুলো তাদের মতপ্রকাশ ও নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণের সুযোগ পাক। শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থী নির্বাচিত করতে পারেন। ’ এসময় বিএনপির নেতা শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, ড্যাবের আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনার, সদস্য সচিব ডা. মো. ওবায়দুল কবির খান, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কৃষকদলের সহ-দপ্তর সম্পাদক এসকে সাদী, কেন্দ্রীয় নেতা মাইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com