শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৩৬

প্রকাশিতঃ রোববার, ২০ জানুয়ারী ২০১৯ ০৭:১৪:৩৪ পূর্বাহ্ন

সান্তাহারে খাদ্যশস্য সাইলো পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্যের মান নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে রয়েছে। কোনো অবস্থাতে কোনো অনিয়ম সহ্য করা হবে না। খাদ্যদ্রব্য বিশেষ করে চাল সংগ্রহের ক্ষেত্রে খাদ্য কর্মকর্তাদের প্রচলিত আইন ও নিয়ম যথাযথভাবে মেনে চাল-গম সংগ্রহ করার নিদের্শ দেন তিনি। এ সময় তিনি এশিয়ার প্রথম সান্তাহার বহুতল খাদ্যগুদামে চাল সংরক্ষণে সতর্কতা পালন তথা ১২ ভাগ আর্দ্রতার বেশি চাল সংরক্ষণ না করারও নির্দেশ দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত বিচক্ষণ, সাময়িকভাবে চালের মূল্যবৃদ্ধি বিষয়ে তিনি বলেছিলেন। জাতীয় নির্বাচনের পর পরিবহন সংকটে চালের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে- তা সঠিক। আমিও যাচাই করে তার প্রমাণ পেয়েছি। চালসহ খাদ্য সামগ্রীর মূল্য নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিকস গণমাধ্যমে একেক জনের একেক রকমের খবর পরিবেশন নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন খাদ্যমন্ত্রী। সান্তাহার খাদ্যশস্য সাইলো ক্যাম্পাসে সরকারি উদ্যোগে স্বয়ংক্রিয় চালকল নির্মাণের প্রয়োজনীয়তা সম্পর্কে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, আমি মাত্র ৭ দিন আগে দায়িত্ব পেয়েছি, সে কারণে আমি এ বিষয়ে অবগত নই। তবে বিষয়টি পর্যালোচনা করে দেখব। শনিবার রাতে খাদ্যমন্ত্রী দেশের সবচেয়ে বড় সরকারি খাদ্য মজুদের শহর বগুড়ার সান্তাহার খাদ্যশস্য সাইলো পরিদর্শন করেন। রাত ৭টায় সান্তাহার সাইলোতে পৌঁছলে তাঁকে খাদ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। এর পর পুলিশের চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদেকুর রহমান এবং আদমদীঘি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান মন্ত্রীর সঙ্গে ছিলেন। রাত ৮টার দিকে তিনি ঢাকার উদ্দেশে সান্তাহার ত্যাগ করেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com