রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:৪৩

প্রকাশিতঃ রোববার, ২০ জানুয়ারী ২০১৯ ০৬:১০:৫৭ পূর্বাহ্ন

দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারালেন ইউপিডিএফকর্মী

খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিজ বাড়িতে প্রাণ হারিয়েছেন রনি ত্রিপুরা ওরফে পিপলু (৪১) নামে এক ইউপিডিএফকর্মী। গতকাল শনিবার রাত ৮টার দিকে জেলা সদরের গাছবান এলাকায় এ ঘটনা ঘটে। রামগড়ে জনসংহতি সমিতির নেতাকে খুনের পাঁচ দিনের মাথায় এ ঘটনা ঘটল। ভাই-বোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিমল ত্রিপুরা জানান, রনি ত্রিপুরা ২ নম্বর গাছবন এলাকায় বসবাস করতেন। তিনি ইউপিডিএফের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। চার-পাঁচজন অস্ত্রধারী তাঁর বাড়িতে এসে গুলি করে পালিয়ে যায়। সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন টিটু বলেন, ‘একজনের নিহত হওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ’ ইউপিডিএফের জেলা সংগঠক মাইকেল চাকমার দাবি, সংস্কারপন্থী জনসংহতি সমিতির সন্ত্রাসীরা রনি ত্রিপুরাকে হত্যা করেছে। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রসঙ্গত, এর আগে গত ১৪ জানুয়ারি সন্ধ্যায় জেলার রামগড়ে জনসংহতি সমিতির (এমএন লারমা) উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহন ত্রিপুরাকে (৩০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com