বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৯:১৩

প্রকাশিতঃ বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯ ০৩:১৭:৩৪ পূর্বাহ্ন

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক হস্তক্ষেপ চান পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা কেবল বাংলাদেশের সমস্যা নয়, তা আন্তর্জাতিক সমস্যাও। এজন্য এ সমস্যার সমাধানে আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন নতুন সরকারের মন্ত্রিসভার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। সরকারের মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। দু’দিনের সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার দুপুরে সিলেট এসে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন। এসময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান সিলেটের আওয়ামী লীগ নেতাকর্মীরা। সেখান থেকে সরাসরি তিনি দরগাহ মহল্লায় হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে মাজার প্রাঙ্গনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যু নিয়ে অনেক কাজ হয়েছে। আরো আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে পরিস্থিতি আমাদের অনকূলে নেয়ারও চেষ্টা করবো।’ তিনি আরও বলেন, ‘নতুন করে এ ইস্যু নিয়ে এখনো কোনো চিন্তা করিনি। তবে এ পর্যন্ত সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সেগুলো বাস্তবায়ন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবো। এ সমস্যা সমাধানে বিশ্বনেতাদেরও দায়-দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভারত সফর প্রসঙ্গে তিনি বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করার পর ভারত সরকারই প্রথম আমাদের অভিনন্দন জানিয়েছেন। এছাড়া আমি দায়িত্ব নেয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আমাকে সেখানে যাবার আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য ভারতে সৌজন্য সাক্ষাতে যাব। এরপরও সেখানে বিভিন্ন ইস্যু নিয়ে আলাপ আলোচনা করব।’ এদিকে, সন্ধ্যায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে সোনার বাংলা গড়তে অর্থনৈতিক উন্নয়নের কোনো বিকল্প নেই। তাই পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর আমি ইকোনমিক ডিপ্লোমেসি গ্রহণ করেছি।’ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সভাপতি খন্দকার সিপার আহমদ। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com