রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:৪৯

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ ০৩:১৫:০০ অপরাহ্ন

চালের বাজার নিয়ন্ত্রণে প্রতিটি জেলায় মনিটরিং টিম

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চাল বাজারের অস্থিতিশীলতা কাটাতে দেশের প্রতিটি জেলায় মনিটরিং টিম গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নওগাঁ সার্কিট হাউজে রাজশাহী বিভাগের খাদ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, প্রতিটি জেলা থেকে মোটা, মাঝারি ও সরু চালের প্রকৃত দাম জেনে নেয়া হয়েছে। চাল বাজারের পাশাপাশি কৃষকদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। মতবিনিময় সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, খাদ্য বিভাগের মহা পরিচালক আরিফুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান ও পুলিশ সুপার ইকবাল হোসেনসহ রাজশাহী বিভাগের ৮ জেলার খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় শহরের নওজোয়ান মাঠে পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে মন্ত্রীকে সংবর্ধনা দেয়া হবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com