বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১২:৪০

প্রকাশিতঃ শনিবার, ১২ জানুয়ারী ২০১৯ ০১:০৬:০৩ পূর্বাহ্ন

পৌষেই আম গাছে মুকুল!

এখন পৌষ মাস, শীতের ভরা মৌসুম, অথচ এরই মধ্যে রাজশাহীর কিছু আমগাছে মুকুল এসেছে। এমনকি মহানগরীর ভাটাপাড়া এলাকার একটি কিন্ডার গার্টেনের গাছে আমের গুটিও দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, নগরীর গৌরহাঙ্গা, শিরোইল, ভেড়িপাড়া, পুলিশ লাইন, মালোপাড়া, মেহেরচ-ি ও ভদ্রা আবাসিক এলাকার বেশ কিছু আমগাছে মুকুল এসেছে। আগাম মুকুল দেখে আমচাষি অনেকে খুশি হলেও কৃষি কর্মকর্তারা বলছেন, শীত বিদায় নেওয়ার আগেই আমের মুকুল আসা ভালো নয়। এখন ঘন কুয়াশা পড়লে গাছে আগেভাগে আসা মুকুল ক্ষতিগ্রস্ত হবে, যা ফলনেও প্রভাব ফেলবে। রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দিন বলেন, এবার তীব্র শীতেই আমগাছে আগাম মুকুল এসেছে। তবে শীতের কারণে এ মুকুল ক্ষতিগ্রস্ত হবে। আবহাওয়ার উন্নতি হয়ে তাপমাত্রা একটু বাড়লে সমস্যা হবে না। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক শামসুল হক বলেন, রাজশাহীতে প্রতি বছরই কিছু আমগাছে আগাম মুকুল আসে। এবারও আসতে শুরু করেছে। ঘন কুয়াশার কবলে না পড়লে এসব গাছে আগাম ফলন পাওয়া যায়। আর আবহাওয়া বৈরী হলে ফলন মেলে না। তবে নিয়ম মেনে শেষ মাঘে যেসব গাছে মুকুল আসবে সেসব গাছে মুকুল স্থায়ী হবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com