বুধবার, ০১ মে ২০২৪, ০৪:৫৫

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর ২০১৮ ১০:১৪:০৩ পূর্বাহ্ন

২৪ ডিসেম্বর স্ট্রাইকিং ফোর্স হিসেবে নামবে সেনা ও নৌবাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৪ ডিসেম্বর সেনা ও নৌবাহিনীর সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে নামবেন। এ ছাড়া ২৬ ডিসেম্বর মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নামবেন র‌্যাব, বিজিবি, কোস্টগার্ড সদস্যরা। আজ বৃহস্পতিবার ঢাকা-১২ আসনের বিজয় সরণি থেকে নেতাকর্মীদের নিয়ে তেজকুনিপাড়া এলাকায় নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নির্বাচনে সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন মানে বড় নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে বিক্ষিপ্তভাবে ছোট ছোট সহিংসতার ঘটনা ঘটতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তিনি বলেন, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন-দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ-যুবলীগ নেতাকর্মী ও সমর্থকদের ওপর হামলা করা হচ্ছে। এটি নির্বাচন বানচালের চেষ্টা হতে পারে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com