রোববার, ০৫ মে ২০২৪, ০২:২২

প্রকাশিতঃ বুধবার, ১২ ডিসেম্বর ২০১৮ ০৩:১৬:৩৫ পূর্বাহ্ন

নির্বাচনী নিরাপত্তায় প্রথম যুক্ত হচ্ছে গ্রামপুলিশ

জাতীয় নির্বাচনে নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এই প্রথম যুক্ত হচ্ছে গ্রামপুলিশ। এ লক্ষ্যে সারা দেশে তাদের প্রকৃত সংখ্যা নিরূপণে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট নিয়ে বৈঠকে গ্রামপুলিশকে নিযুক্ত করাসহ ৮টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে আইনশৃঙ্খলা খাতের ব্যয় ও অর্থ দ্রুত ছাড় করার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। বৈঠকের কার্যবিবরণী সূত্রে এসব তথ্য জানা যায়। জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান যুগান্তরকে বলেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনায় আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্ব অনেক। তাদের দায়িত্ব পালনে প্রয়োজনীয় ব্যয় ইতিমধ্যে ইসির অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে। পাশাপাশি অর্থ বিভাগও বিষয়টি ইতিবাচক দৃষ্টি থেকে দেখছে। বৈঠকে সভাপতির বক্তব্যে নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, সারা দেশে ৪০ হাজার ১৯৯টি ভোট কেন্দ্রে ভোট হবে। ফলে একাদশ সংসদ নির্বাচনের চেয়ে বড় কোনো অনুষ্ঠান নেই। প্রতিটি ভোট কেন্দ্রে ১-২ জন পুলিশসহ ১২ জন আনসার থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যরাও থাকবে। ফলে তাদের আর্থিক ব্যয় গুরুত্বের সঙ্গে দেখা হবে। অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান বলেছেন, এবারের নির্বাচনে প্রথবারের মতো গ্রামপুলিশ সম্পৃক্ত হচ্ছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট অর্থ মন্ত্রণালয় বরাদ্দ দিয়েছে। সে অনুযায়ী বণ্টন হবে। বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট নিয়ে বলা হয়েছে, নির্বাচনে তাদের ব্যয় নিয়ে অগ্রিম চাহিদা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। জননিরাপত্তা বিভাগ প্রস্তাব যাচাই করে তা পাঠাবে নির্বাচন কমিশনে (ইসি)। জানা গেছে, এ খাতে বাহিনীর বাজেট প্রস্তাব ৯৮৯ কোটি টাকা ঠিক করা হয়েছে। এর মধ্যে পুলিশের ৪২৮ কোটি, আনসার-ভিডিপি ৩৮১ কোটি, বিজিপি ৭২ কোটি, সেনাবাহিনীর ৫০ কোটি, র‌্যাবের ৫০ কোটি ও কোস্টগার্ডের ৮ কোটি টাকা। আনসার বাহিনী নিয়ে বলা হয়েছে, নির্বাচনকালে এ বাহিনীর দায়িত্বের মেয়াদ বিগত জাতীয় নির্বাচনের তুলনায় বাড়ানো হয়েছে। সাধারণত তারা ৫ দিন মাঠে থাকে। এ বছর ৬ দিন থাকবে। দৈনিক খোরাকি ভাতা বাড়ানোর প্রস্তাব এলে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের প্রসঙ্গ আসে। বর্ধিত ভাতার বিষয়টি পরে বিবেচনার কথা বলা হয়। বাহিনীর পিসি-এপিসিদের খোরাকি ভাতা আগেরটাই থাকছে। এই প্রথম ভোট কেন্দ্রের নিরাপত্তায় গ্রামপুলিশকে রাখার সিদ্ধান্ত হয়েছে। দায়িত্ব পালনকালে তাদের ভাতার হার নির্ধারণসহ ব্যয় নির্ধারণে জননিরাপত্তা বিভাগে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। অর্থ বিভাগে অতিরিক্ত চাহিদা প্রেরণ প্রসঙ্গে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর বাজেট ইসির লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হলে তা পেতে ইসির অনুমোদনসহ প্রস্তাব অর্থ বিভাগে পাঠানোর সিদ্ধান্ত হয়। চিঠির আলোকে অর্থ বিভাগ ব্যবস্থা করবে। অগ্রিম অর্থ বরাদ্দ প্রসঙ্গে বলা হয়েছে, বৈঠকে আনসার-ভিডিভির জন্য অগ্রিম এবং অন্যান্য বাহিনীর জন্য আংশিক অগ্রিম বরাদ্দের কথা বলা হয়েছে। সঙ্গে র‌্যাবকেও আংশিক অগ্রিম বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোস্টগার্ড নিযুক্ত প্রসঙ্গে বলা হয়েছে, সীমিত আকারে নদীপথে এ বাহিনী থাকবে। তবে তাদের বাজেট ও তারা কিভাবে নির্বাচনীয় দায়িত্ব পালন করবে তা চূড়ান্ত হয়নি। দ্রুত বাজেট বরাদ্দ প্রসঙ্গে বলা হয়েছে, আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে অগ্রিম অর্থ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মঙ্গলবারের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার কথা। বলা হয়েছে, ব্যয়ের অর্থ সঠিক সময়ে পাওয়া না গেলে সমস্যা হবে। ফলে অগ্রিম কিছু অর্থ বরাদ্দ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অর্থ উত্তোলনে আইবিএস ব্যবহার প্রসঙ্গে বলা হয়েছে, যথাসময়ে আইনশৃঙ্খলা বাহিনীর বরাদ্দ অর্থ যাতে তুলতে পারে সে জন্য আইবিএস সফটওয়্যার ব্যবহার করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে। এক্ষেত্রে আইবিএস ও সফটওয়্যার সমস্যা দেখা দিলে তা নিরূপণ করতে একটি নিয়ন্ত্রণ কক্ষ বসানোর সিদ্ধান্ত নেয়া হয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com