বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৪৯

প্রকাশিতঃ রোববার, ০৯ ডিসেম্বর ২০১৮ ০৫:২৭:১১ অপরাহ্ন

ছাত্রীদের কাউন্সেলিং করাবে ভিকারুন্নিসা স্কুল

রাজধানীর ভিকারুন্নিসা নূন স্কুলের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়াসহ সর্বত্র তোলপাড় হয়। এসব নিয়ে স্কুলের এক শিক্ষক জানান, ভবিষ্যতের কথা চিন্তা করে ছাত্রীদের মানসিক পরামর্শ দেয়া বা কাউন্সেলিং দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। গত ২রা ডিসেম্বর ওই স্কুলে পরীক্ষা চলার সময় অরিত্রি অধিকারী নামে নবম শ্রেণির এক ছাত্রীর কাছে মোবাইল ফোন পাওয়ার পর তার বিরুদ্ধে নকল করার অভিযোগ ওঠে। স্কুল কর্তৃপক্ষ পরদিন তার বাবা-মাকে ডেকে এনে তিরস্কার করে। এদিনই অরিত্রী বাসায় ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অরিত্রীর পরিবার ও সহপাঠীদে অভিযোগ, তাকে স্কুল কর্তৃপক্ষের হাতে অপমানের শিকার হয়ে সে আত্মহত্যা করে। অভিভাবকদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের ঘটনা ঘটেছে। গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি মুশতারি সুলতানা স্বীকার করেবলেন, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। তিনি বলেন, এর পর তারা স্কুলের ছাত্রীদের মানসিক সহায়তা দেওয়ার জন্য কাউন্সেলিং করানোর উদ্যোগ নিয়েছেন। মুশতারি সুলতানা বলেন, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করেছেন যারা খুব শিগগিরই এ ঘটনাজনিত মানসিক আঘাত কাটিয়ে ওঠার জন্য স্কুলের মেয়েদেরকে মানসিক সহায়তা দেবেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com