শুক্রবার, ০৩ মে ২০২৪, ০২:৪৩

প্রকাশিতঃ সোমবার, ১৯ নভেম্বর ২০১৮ ১২:২৭:০৪ অপরাহ্ন

তারেকের ভিডিও কনফারেন্স আচরণবিধি লঙ্ঘন নয় : ইসি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কর্তৃক লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। সোমবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ইসি সচিব বলেন, ‘তারেক রহমান দেশের বাইরে রয়েছেন। তিনি অনলাইনের মাধ্যমে তাদের প্রার্থীদের সঙ্গে কথা বলছেন। এতে ইসির কিছু করণীয় নেই।’ এর আগে, গতকাল প্রার্থী বাছাইয়ের সাক্ষাৎকারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে ইসিতে অভিযোগ জানায় আওয়ামী লীগ। ওই দিন সন্ধ্যায় আওয়ামী লীগের প্রতিনিধিদল নির্বাচন কমিশন অফিসে গিয়ে এ অভিযোগ করে। অবশ্য এর আগে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমানের বিষয়ে কোনো অভিযোগ পেলে কমিশন বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com