সোমবার, ০৬ মে ২০২৪, ১০:২৯

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮ ০৭:৫৬:১৫ পূর্বাহ্ন

ওবায়দুল কাদের ইসিকে দিয়ে হামলা চালিয়েছে: বিএনপি

আইনশৃঙ্খলা বাহিনীর সামনেই সরকার সমর্থিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা পুলিশের গাড়িতে আগনু ধরিয়ে দেয় বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রিজভী। রিজভী বলেন, বুধবার বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের একটি দল কার্যালয়ের দিকে আসার সময় অন্যায়ভাবে পুলিশ তাদের ওপর গাড়ি উঠিয়ে দেয়। এ ঘটনাটি পরিকল্পিত। এর পর পরই সরকার সমর্থিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশ নিরীহ নেতা-কর্মীদের ওপর গুলি চালায়। এতে বিএনপির ৫০ নেতা-কর্মী আহত হন। এসময় তিনি হামলাকারিদের ছবি গণমাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি বলেন, তফসিল ঘোষণার পর দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা আসবেন এটা স্বাভাবিক। পুলিশ এসব নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। ইসিকে উদ্দেশে করে বলেন তফসিলের পর কেন আক্রোমণ। গণভবনের সামনে শোডাউন করলে আচরণ বিধি লঙ্ঘন হয় না। বিএনপি অফিসের সামনে এলে হামলা, গ্রেফতার। তিনি বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ইসিকে দিয়ে গ্রেফতার ও হামলার নির্দেশ দেন। আমরা এই সরকারের পদত্যাগ দাবি করছি। ইসির উদ্দেশ্য তিনি আরও বলেন, তফসিল ঘোষণা করলেন অথচ অবৈধ অস্ত্র জমার ব্যাপারে কেন নিশ্চুপ। আওয়ামী লীগ কর্মীদের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র আছে। এসব বৈধ ও অবৈধ কার নির্দেশে আপনারা জমার কথা বলছেন না।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com