রোববার, ০৫ মে ২০২৪, ০২:৫৫

প্রকাশিতঃ বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ ০৩:০৭:৩১ অপরাহ্ন

থ্যাঙ্ক ইউ পিএম’ বিজ্ঞাপনের বিষয়ে অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে: ইসি সচিব

থ্যাঙ্ক ইউ পিএম’ শিরোনামে সরকারি টাকায় টিভিতে আ’লীগের বিজ্ঞাপন প্রচার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন’ বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ঘটনাটি নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এর দৃষ্টিতে এনে এ বিষয়ে কমিশন কোন পদক্ষেপ নেবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে ইসি সচিব বলেন, অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। আজ রাত আটটার দিকে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি একথা জানান। এদিকে কমিশন সভায় নির্বাচন পেছানোর বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, জানুয়ারিতে নির্বাচন হলে অনেক সমস্যা হবে, তবুও এ বিষয়ে কমিশন সভায় আলোচনার পর সিদ্ধান্ত নেয়া হবে। এরআগে আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় অভিযোগ করেন, টিভি খুললেই দেখা যায় ‘থ্যাঙ্ক ইউ পিএম’-এর বিজ্ঞাপন। যার বিজ্ঞাপন দাতা স্বয়ং মন্ত্রণালয়। এবিষয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নির্বাচনী তফসিল ঘোষণার পর এধরণের বিজ্ঞাপন প্রচারে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে কি না? নির্বাচন সামনে রেখে এখন কেন সরকারি অর্থে এধরণের প্রচার চালু রাখা হচ্ছে? বুধবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস ব্রিফিংয়ে এমন প্রশ্ন রেখে রিজভী বলেন, এ বিজ্ঞাপন তো দেশের মানুষের ট্যাক্সের টাকায় প্রচারিত হচ্ছে। আর বিজ্ঞাপন প্রচার করে আওয়ামী লীগ ভোটের সুবিধা নেবেন। এটা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে। এটার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় সমান সুযোগের বিধান লঙ্ঘন করা হচ্ছে। নির্বাচন কমিশন এসব দেখে না দেখার ভান করছে বলেও অভিযোগ করেন তিনি। সেইসঙ্গে অবিলম্বে সরকারি টাকায় আওয়ামী লীগের পক্ষে বিজ্ঞাপণ প্রচার বন্ধ করার জোর দাবি জানান রিজভী। এসময় গণমাধ্যমে সকল দলের সমান সুযোগের ব্যবস্থা নিতেও আহ্বান জানান তিনি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com