শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৪২

প্রকাশিতঃ বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ ০৯:০৪:০২ পূর্বাহ্ন

বিনা কারণে উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করছে পুলিশ

সংঘর্ষের ঘটনাকে 'বিনা কারণে পুলিশ উস্কানি' অভিহিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিনা কারণে উস্কানি দিয়ে পরিস্থিতি জটিল করছে পুলিশ। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে এমন আচরণ করছে সরকার। নয়া পল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে বুধবার দুপুরে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। এর আগে বিএনপির নয়া পল্টন কার্যালয় এলাকায় পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দুপুর ১টার সময়ও দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ টিয়ারশেল ছুঁড়ে নেতাকর্মীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুঁড়ছে। পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। সকাল ১১টার দিকে বিএনপি নেতা মির্জা আব্বাস বড় মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশের সাথে ধস্তাদস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে বিএনপি নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com