বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৪১

প্রকাশিতঃ বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ ০৫:১৩:১১ পূর্বাহ্ন

বাংলাদেশে শান্তিপূর্ণ-অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি: জার্মান রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত জার্মানের রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্জ বলেছেন, জার্মানি বাংলাদেশে অবাধ গণতন্ত্রের চর্চা দেখতে চায়। সেজন্য একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলে আশা করছি। কোনো রাজনৈতিক দলই নির্বাচনের বাইরে থাকবে না। মঙ্গলবার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন। জার্মান বাষ্ট্রদূত বলেন, আমি বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য চর্চা করেছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। এর আগে টুঙ্গিপাড়া পৌঁছে জার্মানি রাষ্ট্রদূত পিটার ফাহরেনহোল্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সন্ধ্যার পর জার্মানি রাষ্ট্রদূত টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও জাতীয় নেতা শের-ই-বাংলা এ.কে ফজলুল হকের নাতি এ.কে ফাইয়াজুল হক রাজু রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন। এরপর কেন্দ্রীয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজম্ম লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরীফ খান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, আবু তৌহিদ, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজম্ম লীগের গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি এস.এম জামিল আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর হোসেন সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com