সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৩১

প্রকাশিতঃ সোমবার, ২২ অক্টোবর ২০১৮ ০৫:৪৬:১৭ অপরাহ্ন

দু’এক সপ্তাহে রাজনৈতিক পট পরিবর্তন, ইঙ্গিত দিলেন দুদু

আগামী দু-এক সপ্তাহের মধ্যে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি সরকারের প্রতিকূলে চলে যাবে এবং কত ধানে কত চাল হয় তা সরকার বুঝবে বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সোমবার সন্ধ্যায় রাজধানীর শিশু কল্যাণ মিলনায়তনে ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন (ইডাফ) আয়োজিত ‘নির্বাচন ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘আপনারা টের পাবেন আগামী দু-এক সপ্তাহের মধ্যে কোথাকার পানি কোথায় গড়ায়, কত ধানে কত চাল হয়। এখনও বুঝতে পারেন নাই। কারণ জাতীয় ঐক্যফ্রন্টে যারা নেতৃত্ব দিচ্ছেন, সমাজ ও রাষ্ট্রের গণতান্ত্রিক নেতা হিসেবে তাদের অতীত পরিচয় রয়েছে।’ জাতীয় ঐক্যফ্রন্ট যে কতটা কার্যকর, তা সরকারের বক্তব্য শুনলেই আপনারা বুঝতে পারবেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘তাদের (সরকার) মাথা শিগগির আরও খারাপ হবে।’ দেশে মানবাধিকার বলে কিছু নেই দাবি করে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘যেখানে গণতন্ত্রের স্বাধীনতা থাকে না, বাক্স্বাধীনতা থাকে না, ব্যক্তি তার অধিকার হারায় সেখানে মানবাধিকার বলে তো কিছু থাকে না। বাংলাদেশে মানবাধিকার আজ ভুলুণ্ঠিত।’ তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট মানুষের মধ্যে আশাবাদ সৃষ্টি করায় এটিকে সমাবেশের অনুমতি দিতেও গড়িমসি করছে সরকার। আমাদের নেতাদেরকে ব্যপক হারে গ্রেফতার করা হচ্ছে।’ আয়োজক সংগঠনের সভাপতি মো. মোজাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন- নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি ছানোয়ার হোসেন প্রমুখ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com