বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:০১

প্রকাশিতঃ শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮ ০২:৪২:৫২ অপরাহ্ন

তিন প্রজন্মকে এক সুঁতোতে বেঁধেছিলেন আইয়ুব বাচ্চু : সুবর্ণা মুস্তাফা

কেন্দ্রীয় শহীদ মিনারে কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এই শ্রদ্ধা নিবেদন চলে। আইয়ুব বাচ্চুর মরদেহে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসাস, অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টরস গিল্ডসহ অনেক রাজনৈতিক, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধা জানিয়েছেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, ফকির আলমগীরসহ নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাও। শ্রদ্ধা নিবেদন শেষে এই অভিনেত্রী বলেন, ‘আইয়ুব বাচ্চু ক্ষণজন্মা। তিনি বাংলাদেশের ব্যান্ড আন্দোলনের একজন অন্যতম পথিকৃৎ। সুরে সুরে তিনি তিন প্রজন্মকে এক সুঁতোতে বেঁধেছিলেন। তার মতো শিল্পী সবার জন্য আদর্শ ও অনুপ্রেরণা। ’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com