বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:১০

প্রকাশিতঃ শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮ ০১:০০:৪৫ পূর্বাহ্ন

হাউস অব লর্ডসে সেমিনার: বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন নিয়ে উদ্বেগ

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, মানবাধিকার পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং ফরমায়েশি রায় বন্ধের দাবিতে উদ্বেগ প্রকাশ করেছে হাউস অব লর্ডস। মঙ্গলবার (১৭ অক্টোবর) মানবাধিকার সংগঠন ‘ভয়েস ফর বাংলাদেশ’ এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে এ উদ্বেগ প্রকাশ করা হয়। সেমিনারে বিএনপিপন্থী নেতারা অংশগ্রহণ করলে আওয়ামী লীগের কোনও নেতাকে দেখা যায়নি। বাংলাদেশি স্টুডেন্টস ইউনিয়নের সহযোগিতায় ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় সাবেক হুইপ ব্যারেনেস লোরলি জইন বার্টের সভাপতিত্বে ব্রিটিশ পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডসে অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক সেমিনার। ভয়েস ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা আতাউল্যাহ ফারুকের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন— লর্ড হোসাইন, লর্ড এন্ডুস্ট্রানেল, টনি লয়েড এমপি, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক সাবেক প্রধান আব্বাস ফয়েস, আন্তর্জাতিক আইনবিদ মাইকেল পলক, মেজর (অব.) আবু বকর সিদ্দিক, বাংলাদেশি স্টুডেন্ট ইউনিয়নের আহ্বায়ক এইচ এস সোহাগ, ভয়েস ফর বাংলাদেশ ইউকের আহ্বায়ক ফয়সাল জামিল, আর্ন্তজাতিক মানবাধিকার কর্মী ও ইউরোপিয়ান কমিশনের প্রতিনিধিরা এতে অংশ নেন। বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার জন্য এখনই উদ্যোগ গ্রহণ করা উচিৎ বলে বক্তারা মতামত দেন।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com