রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ০৭:২৪

প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ ০৪:৩৬:০৬ অপরাহ্ন

বি চৌধুরীর পরামর্শেই খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়েছেন: খোকন

বি. চৌধুরীর পরামর্শেই খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘বি চৌধুরী জিয়াউর রহমানের খুব আস্থাভাজন ছিলেন, বিশ্বাস করতেন; ওনার পরামর্শকে গুরুত্ব দিয়েছেন খালেদা জিয়া। তার সঙ্গে পরামর্শ করেই সেই সময় মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত আব্দুল আলীমকে মন্ত্রী করা হয়েছিল, সেই সময় বি চৌধুরী সাহেব তো পদত্যাগ করেননি।’ দেশের একটি শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টালের আয়োজনে ‘ঐক্যে বিভক্তি’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শুরু হয় এ আয়োজন। মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘১৯৯৮ সালে দলের (বিএনপির) সেকেন্ড ম্যান ছিলেন বি চৌধুরী সাহেব। সেসময় চারদলীয় জোটে যখন জামায়াতকে নেওয়া হয়, সেসময় কিন্তু তিনি কোনও বিরোধ করেননি। এমনকি একসঙ্গে নির্বাচন করেছিলেন। তিনি রাষ্ট্রপতিও হয়েছিলেন তাদের সবার ভোটের মাধ্যমেই। এতো বছর একসঙ্গে ছিলেন, এই মুহূর্তে এসে কেন এমন করছেন। ওনার পরামর্শেই খালেদা জিয়া জামায়াতকে সঙ্গে নিয়েছেন।’ মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘ওনারা বিএনপির কাছে ১৫০ আসন চেয়েছে। কী কারণে চেয়েছে, আমরা তা জানি না।’ মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে শ্যামল দত্তসহ অংশ নিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য এ কে এম জগলুল হায়দার আফ্রিক, আওয়ামী লীগের উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া এবং বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com