মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০১:৪৮

প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৭:৩৮:৩৬ পূর্বাহ্ন

সোহরাওয়ার্দীতে বিএনপির সমাবেশ শনিবার

বৃহস্পতিবারের পরিবর্তে দুদিন পর শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে বলে জানিয়েছে বিএনপি। এতে অনুমতি পাওয়ার ব্যাপারে আশা করছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ২৯ সেপ্টেম্বর শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, কর্তৃপক্ষের অবহেলা, হয়রানি ও অস্বাস্থ্যকর স্যাঁতসেঁতে পরিবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দিনযাপন করতে হচ্ছে। এতে তার স্বাস্থ্য চরম ঝুঁকিতে রয়েছে। কর্তৃপক্ষ তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন। বিএনপির এ নেতা বলেন, গতকাল ঢাকাসহ দেশব্যাপী গ্রেফতার করা হয়েছে ৯৪ নেতাকর্মীকে, ১৩টি মামলায় এক হাজার ৪০০-এর অধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ‍‍“আমি দলের পক্ষ থেকে নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি”, বলেন রিজভী
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com