বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:২৮

প্রকাশিতঃ সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০১:৪৬:০৫ অপরাহ্ন

খালেদা জিয়া সময় চেয়েছেন : কারা মহাপরিদর্শক

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন বলেছেন, আরো কিছুদিন সময় চেয়েছেন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সে সময়ের পরই তিনি জানাবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসা নেবেন কি না। সোমবার নিজ কার্যালয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আমি খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছি। তবে তিনি এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে আরো কিছুদিন সময় চেয়েছেন। আবার স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে আছেন। তিনি দেশে ফিরলে কারাগারে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেবেন এবং তাকে জানানো হবে।’ তিনি বলেন, ‘জেলকোড মেনেই খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হবে। একই সঙ্গে প্রতিনিয়ত তার শারীরিক খোঁজখবর নেওয়া হচ্ছে। কারাগারের ভেতরও চিকিৎসা চলছে।’ উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি থেকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত হয়ে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে বন্দি আছেন বিএনপি প্রধান।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com