বুধবার, ০৮ মে ২০২৪, ০৫:৪১

প্রকাশিতঃ সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০৩:৫২:৩০ পূর্বাহ্ন

পদ্মা নিয়ে গেল স্বাস্থ্য কেন্দ্রের বারান্দা

অবশেষে আগ্রাসী পদ্মার গ্রাসে চলে গেছে শরীয়তপুরের নড়িয়া স্বাস্থ্য কেন্দ্রের বারান্দা। গতকাল সন্ধ্যায় এ বারান্দা নদীগর্ভে চলে যায়। ফলে স্বাস্থ্য কেন্দ্রটি এখন চরম হুমকির মুখে রয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, পদ্মার ভাঙন অব্যাহতভাবে চলছে। এ অবস্থায় হাসপাতালের মূল ভবনের বারান্দা পদ্মা নদীতে ভেঙে পড়েছে। জিও ব্যাগ ফেলেও ভাঙন ঠেকানো যাচ্ছে না। এ ছাড়া গতকাল নড়িয়ার শুভগ্রাম, বাঁশতলা, পূর্বনড়িয়া, উত্তর কেদারপুর, কেদারপুর দাসপাড়া ও পাঁচগাঁও গ্রামে ব্যাপক ভাঙনের ঘটনা ঘটেছে। দেখা গেছে, ভাঙনকবলিতরা দিশাহারা হয়ে নানা দিকে ছোটাছুটি করছে। আতঙ্কে মানুষ তাদের বসতঘর, ঘরের জিনিসপত্র সরিয়ে নিচ্ছে। গ্রামগুলোর ২৫টি পরিবার গৃহহীন হয়েছে। দিশাহারা হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ভাঙনের মুখে অনেকে পাকা ঘর ফেলে নিরাপদ আশ্রয় সরে যাচ্ছেন। প্রসঙ্গত, গত তিন মাসের ভাঙনে গৃহহীন হয়েছে ৬ হাজার ১০০ পরিবার। যার মধ্যে সরকারি খাদ্য সহায়তা দেওয়ার জন্য ৫ হাজার ৮০ পরিবারের তালিকা করেছে উপজেলা প্রশাসন। এদিকে পদ্মা নদীর ৯ কিলোমিটারের মধ্যে ৪০টি পয়েন্টে জরিপ কাজ সম্পন্ন করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে খননকাজ এখনো শুরু করতে পারেনি। জানা গেছে, প্রধানমন্ত্রী দ্রুত কাজ করার নির্দেশ দিলেও কাজই শুরু করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। জেলা প্রশাসন বলছে, গুচ্ছগ্রাম নির্মাণ করতে আরও ১-২ মাস লাগবে। এরপর দুর্গতদের আশ্রয় দেওয়া সম্ভব হবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com