রোববার, ০৫ মে ২০২৪, ০১:২২

প্রকাশিতঃ শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩৭:৩৪ পূর্বাহ্ন

জাতীয় পার্টির নেতা আজম খানের গাড়ি বহরে হামলা, আহত ২৫

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খানের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।সন্ত্রাসীরা গাড়ি বহরে থাকা একটি মাইক্রোবাসসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করেছে। এসময় আহত হয়েছেন ২৫ জন। শনিবার সকালে গাজীপুরের কালিগঞ্জের বখতারপুর ইউনিয়নের বেরুয়া থেকে গণসংযোগের উদ্দেশে ঘোড়াশাল যাওয়ার পথে পাচদোনা-টঙ্গী মহাসড়কের শহীদ ময়েজউদ্দিন সেতুর পশ্চিম তীরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাব্বি, আখতার, মোফাজ্জল শাহআলম, নোমান, হানিফ, মঞ্জুর নাম জানা গেছে। তাদের পলাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার বিষয়ে আজম খান বলেন, আমার গাড়িগুলো সেতুতে ওঠার কয়েকশ গজ আগে ২৫-৩০টি মোটরসাইকেলে করে সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। “তারা গাড়ির সামনের গ্লাসে আঘাত করে। পিছনে থাকা মাইক্রোবাসসহ মোটরসাইকেল আরোহীদের মারধর ও গাড়ি ভাংচুর করে। এতে আমার বেশ কয়েকজন নেতাকর্মী মারাত্মক আহত হয়।” এদিকে এ ঘটনার প্রতিবাদে পলাশে ঘোড়াশাল পৌর জাপার উদ্যোগে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল হয়। এতে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নেতা আবু সাঈদ স্বপন, জিয়াউর রহমান জয়, পৌর জাপার সভাপতি মো. নিজাম উদ্দিন, সাত্তার খন্দকার, শরাফত আলী, যুবনেতা মঞ্জুর হোসেন খান, হুমায়ন কবির, ছাত্রনেতা আলামিন সরকার প্রমুখ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com