বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:১৭

প্রকাশিতঃ বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৮:৫৪:০৪ পূর্বাহ্ন

ওমরাহ ভিসা নিয়ে ভ্রমণ করা যাবে সৌদি আরবের সব শহর

এক মাসের জন্য ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বিদেশী নাগরিকদের জন্য দেশটির সকল শহর ভ্রমণ করার অনুমতি দেয়া হয়েছে। সোমবার এই ঘোষণা দেয়া হয়েছে বলে আল আরাবিয়া টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে। এর আগে, ওমরাহ ভিসা নিয়ে আসা বিদেশি নাগরিকদের জন্য মক্কা এবং মদীনা ছাড়া অন্য শহরে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা ছিল। নতুন এই ঘোষণায় ওমরাহ পালনকারীরা সৌদি আরবের অন্যান্য শহর ঘুরে দেখার সুযোগ পাবেন। তবে সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগের সহকারী সচিব আব্দুল আজিজ ওয়াজ্জান বলেন, ৩০ দিনের মধ্যে অন্তত ১৫ দিন ওমরাহ পালনকারীদের প্রধান দুই মসজিদ মক্কা ও মদিনায় অবস্থান করতে হবে। তিনি আরও জানান, হজের পর নতুন ওমরাহ মৌসুম শুরু হয়েছে। গত সপ্তাহেই ওমরাহ পালনের জন্য ১০ হাজার লোক সৌদি পৌঁছেছেন। গত ৪ দিনে ভিসা দেয়া হয়েছে ৩০ হাজার। দেশটির পর্যটন খাতে বৈচিত্র্য আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তেল পরবর্তী যুগে এই খাতকে প্রস্তুত করতে এ ধরনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com