মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৩১

প্রকাশিতঃ শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮ ১০:২৬:২২ পূর্বাহ্ন

নরসিংদীতে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে গুলিবিদ্ধ ২

নরসিংদীর শিবপুরে মহাসড়কে ট্রলি ওঠানোকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে হাইওয়ে পুলিশের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ চার জন আহত হয়েছেন। এদের মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। অহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে শিবপুর উপজেলার চৈতন্যা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে গ্রামবাসীর দাবি, মহাসড়কের পাশে বসা বিভিন্ন ফলের দোকান থেকে প্রতিদিন ৫শ টাকা করে চাঁদা দাবি করে হাইওয়ে পুলিশ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে। আহতরা হলেন- হাইওয়ে পুলিশের কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল বিল্লাল হোসেন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন সবুজ পাহাড় কলেজের শিক্ষার্থী অহিদ্দুল্লা (১৯) ও মোহন মিয়া (৪০) নামে দুই পথচারী। তাদের বাড়ি শিবপুর উপজেলার চৈতন্যা গ্রামে। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ইট বোঝাই একটি ট্রলি মহাসড়ক দিয়ে যাচ্ছিল। টহলরত হাইওয়ে পুলিশ ট্রলিটিকে আটক করে সাত হাজার টাকা আদায় করেন। এরই মধ্যে ট্রলিটি সাইড করতে গিয়ে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এ সময় পুলিশ দ্রুক মহাসড়ক থেকে ট্রলিটি সরিয়ে নিতে চালককে মারপিট শুরু করে। পরে মহাসড়কের পাশে বসা ফলের দোকানিরা এগিয়ে এসে মারপিটের প্রতিবাদ করে। এরই এক পর্যায়ে পুলিশ সদস্যরা ফল দোকানিদের ওপর লাঠিচার্জ করেন। এ খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী একত্রিত হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। এ সময় পুলিশের ছোড়া গুলিতে কলেজ ছাত্রসহ দুজন আহত হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, সরকারের চলমান কর্মসূচি ও দুর্ঘটনা রোধের অংশ হিসেবে মহাসড়কে থ্রি-হুইলারসহ নসিমন করিমন ও ট্রলি বন্ধের অভিযান চলছিল। এরই মধ্যে স্থানীয় ইউপি সদস্য আলামিন মেম্বারের একটি ট্রলি ইট বোঝাই করে মহাসড়ক দিয়ে যাচ্ছিল। পুলিশ ট্রলিটিকে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। আমাদের দুইটি অস্ত্র ছিনিয়ে নেয়। অবস্থার অবনতি হলে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com