মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৩:৫৪

প্রকাশিতঃ বুধবার, ২২ আগস্ট ২০১৮ ০৪:০৯:১৪ পূর্বাহ্ন

পল্লবীতে রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ ১১, আশঙ্কাজনক ৪

রাজধানীর পল্লবীর এক বাড়িতে ঈদের আগের রাতে রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে ১১ জন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মিরপুর-১২ নম্বরের পল্লবী ই ব্লকে মোরাপাড়া বিহারি ক্যাম্পের সামনে মোশারফ হোসেন নামের এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। ওই ঘটনায় দগ্ধ ১১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- বাড়ির মালিক মোশারফ হোসেন (৪৫), তার ছেলে জিসান (১৮), ভাড়াটিয়া আওয়াল হোসেন বাবু (৩২), ভাড়াটিয়া সুরত আলী (৬০), সুরতের স্ত্রী বেদানা বেগম (৪০), তাদের মেয়ে আলেয়া (২৫),আলেয়ার মেয়ে মিলি (সাড়ে ৪ বছর),সুরতের ছেলে রাব্বি (২০) এবং তার স্ত্রী লাবনী (১৮)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিয়া জানান। তিনি জানান, রাতে ছয় তলা ওই বাড়ির রিজার্ভ ট্যাংক পরিষ্কার করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। তবে রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় এত মানুষ কীভাবে দগ্ধ হল- সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি এই পুলিশ সদস্য। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এম ও এরশাদ গণমাধ্যমকে বলেন, ওই রিজার্ভ ট্যাংকের নিচ দিয়ে একটি গ্যাসের লাইন গেছে। সেখানে ছিদ্র থেকেই গ্যাস জমে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com