মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৪০

প্রকাশিতঃ সোমবার, ২০ আগস্ট ২০১৮ ১২:৫১:১০ অপরাহ্ন

ঈদযাত্রায় অজ্ঞান পার্টির খপ্পর থেকে বাঁচতে করণীয়

ঈদযাত্রায় আতংকের নাম অজ্ঞান পার্টি। ঈদ এলেই বেড়ে যায় তাদের দৌরাত্ম্য। অজ্ঞান পার্টির সদস্যরা সাধারণত ঈদকে মোক্ষম সময় ধরে নেমে পড়ে মাঠে।তাদের প্রধান টার্গেট যাত্রীরা। এ পার্টির সদস্যরা এতটাই ধূর্ত যে তাদের দেখে চেনার উপায় নেই। বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে এ চক্রের সদস্যরা ছদ্মবেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। টার্গেটকৃত ব্যক্তির সঙ্গে ভাব জমিয়ে যে কোনো খাবারের সঙ্গে মিশিয়ে দেয় নেশাজাতীয় ট্যাবলেট। যাত্রী অজ্ঞান হয়ে গেলে সর্বস্ব লুটে নেয় দুর্বৃত্তরা। আসুন জেনে নেই অজ্ঞান পার্টির খপ্পর থেকে বাঁচতে করণীয়। ভ্রমণপথে ভ্রমণপথে অযাচিতভাবে অপরিচিত কেউ অহেতুক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করলে তাকে পাত্তা দেবেন না। কারণ অজ্ঞান পার্টির সদস্যরা অযাচিতভাবে অপরিচিত কেউ অহেতুক ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। ডাবের পানি রাস্তায় ডাবের পানি খাওয়া থেকে বিরত থাকুন। আজকাল ডাবের মধ্যে সিরিঞ্জের মাধ্যমে চেতনানাশক ওষুধ মেশানো থাকতে পারে। তাই কখন কোথায় থেকে তৃষ্ণা মিটাচ্ছেন- সে ব্যাপারে সতর্ক থাকুন। হাতে রুমাল কারও হাতে রুমাল দেখলে সতর্ক থাকুন। কারণ রুমালের মধ্যে ক্লোরোফর্ম মিশিয়ে আপনার নাকের কাছে ধরলেই আপনি অজ্ঞান হয়ে যাবেন। ফেরিওয়ালা ফেরিওয়ালা বা ভ্রাম্যমাণ কারো কাছ থেকে আচার, আমড়া, শসা, পেয়ারা প্রভৃতি খাবেন না।বাসে, ট্রেনে ভ্রমণের সময় লজেন্স বা চকোলেট, আইসক্রিম ইত্যাদি জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। ড্রাইভার ও যাত্রী সিএনজিতে চলার সময় যাত্রীরা ড্রাইভারের কাছ থেকে এবং ড্রাইভাররা যাত্রীদের কাছ থেকে কোনো খাবার গ্রহণ করবেন না। ভ্রমণের সময় নির্জন পথ পরিহার করে সর্বদা গাড়ি চলাচল করে এবং লোকসমাগম থাকে এমন রাস্তা বেছে নিন। ভ্রমণের সময় চেষ্টা করবেন পরিচিত কাউকে সঙ্গে নিতে।শুধু একটু সচেতনতাই রক্ষা করতে পারে আপনার জীবন ও সম্পদ।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com