মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২০

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ ০১:৪৭:৫৫ অপরাহ্ন

আপনি যদি সাহস না পান, ইডেন কলেজ চালাবেন কীভাবে

প্রিন্সিপাল আপনি যদি সাহস না পান, তাহলে এই ইডেন কলেজ কীভাবে চালাবেন বলে ইডেন কলেজের প্রিন্সিপালকে প্রশ্ন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৬ আগস্ট ২০১৮) জাতীয় শোক দিবস উপলক্ষে ইডেন মহিলা কলেজে আয়োজিত এক আলোচনা সভায় এ প্রশ্ন করেন তিনি। এসময় তিনি বলেন, বিএনপির সঙ্গে আলোচনা হওয়ার অবস্থা নেই, বিএনপির রাজনীতি মিথ্যাচার ও গুজব ছড়ানো। সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘আমি একদিন ইডেন কলেজের প্রিন্সিপালকে ফোন দিয়েছিলাম। তিনি আমার কাছে কিছু অপকর্মের কথা জানান। আমি তাকে এই অপকর্ম রুখতে বললে তিনি বললেন, তিনি ভয় পান, সাহস পাচ্ছেন না। প্রিন্সিপাল আপনি যদি সাহস না পান, তাহলে এই ইডেন কলেজ কিভাবে চালাবেন? অপকর্মের বিরুদ্ধে দাঁড়াতে সাহস থাকতে হবে। রাজনীতির নামে অপরাজনীতি মেনে নেয়া হবে না। ’ ওবায়দুল কাদের বলেন, ‘এখানে বসে হাততালি না দিলে বঙ্গবন্ধু খুশি হবেন, তার আত্মা শান্তি পাবে, শান্তি পাবেন তখন, যখন আমরা অপকর্ম করা থেকে বিরত থাকব। সবাই বিবেককে জিজ্ঞাসা করুন, বঙ্গবন্ধুকে সবাই কতটা সম্মান করি। তার আদর্শ আমাদের জীবনে কতটুকু প্রভাব ফেলেছে? সেটাই আজ আমাদের আত্ম জিজ্ঞাসা করার সময় এসেছে। ’ আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘মেয়েদেরকে দলে নেয়ার নামে রুমে আটকে ব্যক্তিগত কাজ করানো হয়। এসব কিছুই আমি জানি। আমাকে ডেকে এনে বিপদে পড়েছ। আমি এগুলো বলবোই। আমার এখানে কোনো গ্রুপ নেই। ছাত্রলীগ আমার দৃষ্টিতে সবার মতো একই। আমার সৎ সাহস আছে কথা বলার। ’ সেতুমন্ত্রী বলেন, ‘আজকে আমরা কিছু নেতা সৃষ্টি করলাম, সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দ করে না, এই ছাত্রলীগের দরকার নেই। যাদের নেতা বানালাম, তারা নেতৃত্ব দিয়ে ছাত্রলীগের ইমেজ বাড়াবে, সমর্থক বাড়াবে, কর্মী বাড়াবে। ’
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com