বুধবার, ০১ মে ২০২৪, ০৮:৪১

প্রকাশিতঃ বুধবার, ১৬ মে ২০১৮ ০১:০৭:৫৭ অপরাহ্ন

খুলনার ভোটে বলপ্রয়োগ ও অনিয়মের তদন্ত চায় যুক্তরাষ্ট্র

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বলপ্রয়োগ, অনিয়মের ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার আহবান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। আজ বিকালে সেগুন বাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ আহবান জানান। বুধবার ঢাকা সফররত ইউএসএআইডির প্রশাসক পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় বার্নিকাটসহ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাৎ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন তারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। ভোটে যে বলপ্রয়োগ হয়েছে, ভোটারদের ভোটদানে বাধা দেয়া হয়েছে এসব ঘটনার উপযুক্ত তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। তিনি বলেন, ভবিষ্যৎ নির্বাচনের জন্যই এটি করা
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com