শনিবার, ০৪ মে ২০২৪, ০৫:৩৩

প্রকাশিতঃ রোববার, ১৩ মে ২০১৮ ০৫:০০:০৫ পূর্বাহ্ন

রামায়ণেও প্রযুক্তির ব্যবহার ছিল: দাবি পাঞ্জাব গভর্নরের

গত মাসেই ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, মহাভারতের যুগে ইন্টারনেটের ব্যবহার ছিল। তার এ মন্তব্য ঘিরে দেশটিতে ব্যাপক বিতর্ক হয়েছিল। সেই রেশ না কাটতেই এবার রামায়ণ নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন পঞ্জাবের গভর্নর ভিপি সিং বদনোর। তিনি বলেন, রামায়ণ লঙ্কায় পৌঁছাতে রামসেতু বানিয়েছিলেন। এর থেকেই প্রমাণিত হয় যে প্রাচীনকালেও প্রযুক্তির ব্যবহার ছিল। শুক্রবার ভারতের মোহালির ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ভিপি সিং। সেখানেই গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের সামনে তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার প্রাচীন যুগেও ছিল। কারণ তখন রাম লঙ্কায় পৌঁছানোর জন্য সমুদ্রের ওপর সেতু বানিয়েছিলেন। তা ছাড়া হনুমানজি লক্ষ্মণের জন্য ‘সঞ্জীবনী’ নিয়ে এসেছিলেন। ওই সময় প্রচুর উন্নত অস্ত্রশস্ত্রও ব্যবহার হতো। তিনি আরও যোগ করেন, আমাদের মহাকাব্য রামায়ণ ও মহাভারতই প্রমাণ করে যে, প্রাচীনকাল থেকে এ দেশে প্রযুক্তির ব্যবহার ছিল। তাই আজকের দিনে প্রযুক্তি ক্ষেত্রে ভারতকে অন্যতম অগ্রসর দেশ হিসেবেই গণ্য করা হয়।গত মাসেই ভারতের ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছিলেন, মহাভারতের যুগে ইন্টারনেটের ব্যবহার ছিল। সূত্র: আনন্দবাজার
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com