শুক্রবার, ০৩ মে ২০২৪, ১১:৫৬

প্রকাশিতঃ মঙ্গলবার, ০৮ মে ২০১৮ ০৩:৩০:৪২ অপরাহ্ন

দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ আহত ২৫

কক্সবাজারের রামুতে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে যাত্রী ও চালকসহ ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। আজ মঙ্গলবার বেলা ২টায় রামু কলেজের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দেড় ঘন্টা ঐ সড়কে যান চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী যাত্রীবাহী বাস সোহাগ পরিবহনের সাথে বিপরীতমুখী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষের ঘটনায় বাসের চালকসহ দুই বাসের ২৫ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার তৎপরতা শুরু করে। এসময় সোহাগ পরিবহনের চালক গুরুতর আহত অবস্থায় দুটি গাড়ির মাঝে আটকে যান। পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় ১ ঘন্টা পর গাড়ি দুটি পৃথক করে এবং গাড়ির লোহার সরঞ্জাম সরিয়ে চালককে বের করা হয়। পরে তাকে মূমুর্ষ অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার কাজ তদারক এবং দূর্ঘটনা কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। রামু থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান জানান, বৃষ্টি কারণে সড়ক পিচ্ছিল হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ দুর্ঘটনায় উভয় গাড়ির চালকসহ ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com