রোববার, ০৫ মে ২০২৪, ১০:৫৮

প্রকাশিতঃ রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০১৮ ০৫:২৩:৪৩ পূর্বাহ্ন

মেঘালয়ে নিরাপত্তাবাহিনীর গুলিতে বিচ্ছিন্নতাবাদী নেতা নিহত

ভারতের মেঘালয় রাজ্যে নিরাপত্তা বাহিনীর গুলিতে গারো ন্যাশনাল লিবারেশন আর্মির (জিএনএলএ) প্রধান সোহান ডি শিরা নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার বেলা ১১টা ৫১ মিনিটে ডোবু আচাকপেক এলাকায় গারো হিলস পুলিশ ও মেঘালয় স্পেশাল ফোর্স-১০ এর কমান্ডোদের সঙ্গে বন্দুকযুদ্ধে সোহান নিহত হন। মেঘালয়ের পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলো নিয়ে সার্বভৌম গারোল্যান্ড প্রতিষ্ঠার জন্য লড়াই করতে ২০১০ সালে জিএনএলএ গঠিত হয়েছিল। রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা পকচারা আর সাংমা পুলিশ বাহিনী ত্যাগ করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন জিএনএলএ প্রতিষ্ঠা করেছিলেন। গত রোববার পূর্ব গারো পাহাড় এলাকায় বোমা বিস্ফোরণে মেঘালয় বিধানসভার নির্বাচনে কংগ্রেস দলীয় প্রার্থী জোনাথন এন সাংমা ব্যক্তিগত দেহরক্ষী ও দলীয় দুই কর্মীসহ নিহত হন। এক জনসভা থেকে ফেরার সময় তাদের গাড়িবহর লক্ষ্য করে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ হামলার জন্য জিএনএলএকে দায়ী করে মেঘালয় কর্তৃপক্ষ। ২৭ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচনে ভোট কেন্দ্রে না যেতে ভোটারদের মধ্যে ভীতি ছড়ানোর উদ্দেশেই হামলাটি চালানো হয়েছে বলে মনে করছেন তারা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com