সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:১১

প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:৫৮:৩৬ অপরাহ্ন

জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সন্ধ্যা সাতটার দিকে শহরের স্টেশন রোডস্থ জেলা জাপার কার্যালয়ে এ ঘটনা ঘটে। তবে ভাঙচুরের সময় কার্যালয়টি তালাবদ্ধ ছিল। এ ঘটনার সঙ্গে জেলা ছাত্রলীগ জড়িত বলে জানিয়েছেন জাপার যুগ্ম সদস্য সচিব নাসির আহমেদ খান। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ছাত্রলীগের কতিপয় নেতাকর্মীরা জেলা জাপার কার্যালয়ে প্রথমে ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে তারা কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করে ও সাইনবোর্ড ব্যানার-ফেস্টুন ছিঁড়ে পালিয়ে যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নাসির আহমেদ খান জানান, আজকে বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কার্যালয়ে সদর উপজেলা যুব-সংহতির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। আমরা শুনেছি জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের নেতৃত্বে আমাদের কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। তবে রুবেল বলেন, আমি অসুস্থ। ডাক্তার দেখিয়ে বাসায় ঘুমিয়েছিলাম। আমাদের কোনো নেতাকর্মী ভাঙচুরের ঘটনায় জড়িত নয়। সদর মডেল থানা পুলিশের ২নং শহর ফাঁড়ির পরিদর্শক (ইন্সপেক্টর) বিষয়টি নিশ্চিত করে জানান, কে বা কারা এ ভাঙচুর চালিয়েছে সেটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com