শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:২৭

প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ ০৯:৫৭:১৫ পূর্বাহ্ন

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানযট, চরম ভোগান্তি

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। এই এলাকায় থেমে থেমে চলছে যানবাহন। ফলে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। হাইওয়ে পুলিশের সালনা ফাঁড়ির উপপরিদর্শক বাহার আলাম গণমাধ্যমকে জানান, গতকাল গভীর রাত থেকেই ঢাকা-টাঙ্গাইল মহসড়কে দুরপাল্লার বাস ও পণ্য পরিবহনের চাপ বেড়ে যাওয়ায় এবং মহাসড়কের গোড়াই অংশে বেশ কয়েকটি যানবাহন বিকল হওয়ায় এই যানজটের সৃষ্টি হয়েছে। এ ছাড়া মহাসড়কের চতুর্থ লেনের কাজ চলমান থাকা এবং যত্রতত্র গাড়ি পার্কিং ও চালকদের ওভারটেকিং প্রবণতার কারণে যানজটের মাত্রা বেড়ে যাচ্ছে কয়েক গুণ। ফলে পল্লীবিদ্যুৎ, চন্দ্রা, বাড়ইপাড়া, খাড়াজোড়া, কালিয়াকৈর বাইপাস ও বোর্ডঘর এলাকায় এই যানজট সৃষ্টি হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। এ ছাড়া একই মহাসড়কের টাঙ্গাইলের হাঁটুভাঙ্গা, গোড়াই ও মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ফলে ১০ মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে এক ঘণ্টারও বেশি সময়। এতে ভোগান্তিতে পড়েছে কর্মস্থলগামী যাত্রী ও চালকরা। তবে যানজট নিরসনের জন্য হাইওয়ের পুলিশ যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে বলে জানান বাহার আলম।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com