রোববার, ০৫ মে ২০২৪, ০২:২০

প্রকাশিতঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৮ ০৯:৪৩:৩৫ পূর্বাহ্ন

সব কর্মসূচির অনুমতি নিতে হবে কেন: ফখরুল

বিএনপির সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে আইনশৃঙ্খলা বাহিনী নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এতেই প্রমাণিত হয় বিরোধী শক্তির সমালোচনাকে সহ্য করতে না পেরে তাঁদের ওপর দমন-পীড়ন চালাচ্ছে সরকার। বিএনপির পূর্ব ঘোষিত কালো পতাকা প্রদর্শন কর্মসূচিতে পুলিশি বাধা এবং জলকামান ব্যাবহারের পর তাৎক্ষণিক প্রকিক্রিয়ায় আজ শনিবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করতে দলীয় কার্যালয়ে একত্রিত হয়েছি। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বিনা উস্কানিতে আমাদের নেতাকর্মীদের ওপর আক্রমণ চালিয়েছে। দলের অনেক নেতাকর্মীকে আটক করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ সরকার নির্যাতন চালিয়ে দেশে আবারও একটি অস্থিতীশীল পরিস্থিতি তৈরি করতে চায় অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, এ কারণেই বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ চালানো হচ্ছে। অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ না করলে পরবর্তী যেকোনো পরিস্থিতির জন্য সরকারকেই এর দায়ভার নিতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, সরকার চায় উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে ও সংঘাতপূর্ণ করতে। কিন্তু বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে আসছে। সরকার যে ধরেনের আচরণ করছে তাতে উদ্ভূত পরিস্থিতির জন্য তারাই দায়ী থাকবে। তিনি বলেন, ‘সরকার শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা না দেওয়ার কথা বলছে, কিন্তু কালো পতাকা প্রদর্শনের মতো কর্মসূচিতে আক্রমণ চালিয়ে তারা প্রমাণ করেছে তারা যে গণতন্ত্রের কথা বলে তা মুনাফেকি গণতন্ত্র।’ অনুমতি না থাকায় কর্মসূচি পালন করতে দেওয়া হয়নি পুলিশের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সব কর্মসূচির অনুমতি নিতে হবে কেন? ফুটপাতে দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন করতে পারবে না কেন? এটা তো আমার মৌলিক অধিকার। তাহলে কি ঘরের মধ্যে কথা বলতেও পুলিশের অনুমতি লাগবে?’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com