মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৮:২৯

প্রকাশিতঃ শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:০৬:২৯ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে ডাকাতি করে পালানোর সময় র‌্যাবের গুলিতে নিহত ১

বরযাত্রীর গাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার পর র‍্যাবের গুলিতে এক ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের কর্মকর্তারা। তবে নিহত ওই ডাকাতের নাম জানাতে পারেনি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব কর্তৃপক্ষ। র‍্যাব-৭ এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম মুঠোফোনে বলেন, চট্টগ্রামের হাটহাজারিতে থেকে একটি বড় মাইক্রোবাসে করে লাকসামে ফিরছিলেন ২১ বরযাত্রী। রাত সাড়ে তিনটার দিকে বাসটি কুমিরা বাইপাস এলাকায় পৌঁছালে ৬ থেকে ৭জনের একদল ডাকাত অস্ত্রের মুখে মাইক্রোবাসটি ডাকাতি করে। সর্বস্ব হারিয়ে ফেরার সময় ছোট কুমিরা দাঁড়িয়ে থাকা র‍্যাবের টহলদলকে দেখতে পেয়ে বরযাত্রীরা অভিযোগ করে। খবর পেয়ে দ্রুত র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ডাকাতদের খুঁজতে থাকে। ততক্ষণে ডাকাতেরা জঙ্গলে ডাকাতির জিনিসপত্র ভাগাভাগি করছিল। হঠাৎ র‍্যাবকে দেখে ডাকাতেরা গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছোড়ে। এতে এক ডাকাত নিহত হয়। আরও কয়েকজন ডাকাত আহত হয়ে থাকতে পারে। তবে তারা পালিয়ে যায়। এ ঘটনায় ডাকাতির শিকার একজন সীতাকুণ্ড থানায় মামলা করবে বলে জানান তিনি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com