সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৫২

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০১৮ ০৩:৩৩:৪৬ অপরাহ্ন

উখিয়ায় বন্যহাতির আক্রমণে নিহত ৩, শতাধিক ঝুপড়ি ঘর লণ্ডভণ্ড

কক্সবাজারের উখিয়ায় বন্যহাতির আক্রমণে শিশুসহ তিনজন মারা গেছে বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ও বেলা ১১টার দিকে কুতুপালং, থাইখাংলী রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী গ্রামে আক্রমণ চালায় বন্যহাতি। এসময় বন্যহাতির দল তাণ্ডব চালিয়ে শতাধিক ঝুপড়ি ঘর লণ্ডভণ্ড করে দেয়। নিহতরা হলেন- উখিয়ার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ ফলিয়া পাড়া নার্সারি গ্রামের মো. ফজলের ছেলে মো. আলম প্রকাশ চিকন আলী (২৮) ও কুতুপালং অনিবন্ধিত ক্যাম্পের ব্লক ডি-৪ এর বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে ফয়েজ (৩০)। এছাড়া একজন শিশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে। উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিকারুজাম্মান বলেন, ভোরে হাতির তাণ্ডবে কুতুপালংয়ে চারজন আহত হন এবং ২০টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে শুনেছি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com