বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:৩৯

প্রকাশিতঃ সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৮ ০৯:৪২:০০ পূর্বাহ্ন

বিএনপির গলার কাঁটা ৭ ধারা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গলার কাঁটা হয়ে যাবে এই ৭ ধারা। তাদের গঠনতন্ত্র থেকে ৭ ধারা তুলে দিয়ে তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়ছে। সরকারকে ফাঁদে ফেলতে হবে না তাদের। সঙ্কট তারা নিজেরাই তৈরি করেছেন এবং সঙ্কটের ফাঁদে তারাই পড়বে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিএনপির গঠনতন্ত্রের ৭ ধারায় কমিটির সদস্য পদের অযোগ্যতার কারণ উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ৮-এর বলে দণ্ডিত ব্যক্তি, দেউলিয়া, উন্মাদ বলে প্রমাণিত ব্যক্তি, সমাজে দুর্নীতি পরায়ন বা কুখ্যাত বলে পরিচিত ব্যক্তিরা জাতীয় কাউন্সিল, জাতীয় নির্বাহী কমিটি, জাতীয় স্থায়ী কমিটি বা যেকোনো পর্যায়ের যেকোনো নির্বাহী কমিটির সদস্য পদের কিংবা জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী পদের অযোগ্য বলে বিবেচিত হবে। আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার রায়ের আগে এই ধারা বাদ দিল কেন, রহস্য কী? এই প্রশ্নের জবাব দিচ্ছে না। তারা (বিএনপি) বারবার এড়িয়ে যাচ্ছেন। তিনি বলেন, দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দি। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কি-না, সে বিষয়ে সিদ্ধান্ত আদালত দেবেন। এটা রাজনীতির কোনো বিষয় নয়।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com