রোববার, ১৯ মে ২০২৪, ০৮:২৩

প্রকাশিতঃ রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮ ০৫:০৫:৪৪ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে অবৈধ পথে ভারতে পাড়ি দিয়ে আটক উত্তর কোরিয় নাগরিক

আটক উত্তর কোরিয়ার নাগরিক ঝুং হো’কে নিয়ে বড় জটিলতায় পড়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। বাংলাদেশ থেকে তিনি অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করার দায়ে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। পুলিশকে তিনি জানিয়েছেন, ছবিতে এতদিন তাজমহল দেখেছেন। সেই তাজমহলকে নিজের চোখে দেখার জন্য তিনি ভারতে প্রবেশ করেছেন। তাকে এভাবে ভারতে প্রবেশ করতে উদ্বুদ্ধ করেছে বাংলাদেশের একজন অসাধু ব্যক্তি। তবে আসলেই তিনি তাজমহল দেখার জন্য ভারতে প্রবেশ করেছেন নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে তা খতিয়ে দেখছে পুলিশ। উত্তর কোরিয়ার সঙ্গে ভারতের কোনো কূটননৈতিক সম্পর্ক নেই। ফলে এ বিষয়ে বড় একটি ধাক্কা খেতে হচ্ছে পুলিশকে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, উত্তর ২৪ পরগণার স্বরূপনগরে হাকিমপুর সীমান্তের প্রায় আধা কিলোমিটার দূরে বিথারি এলাকায় তাকে আটক করে বিএসএফ জওয়ানরা। এরপর তাকে তোলা হয় আদালতে। আদালত তাকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে। আটক ঝুং হো কিছু কিছু বাংলা বলতে পারে। তিনি ২০১৫ সাল থেকে বাংলাদেশে অবস্থান করছিলেন। আগামী নভেম্বর পর্যন্ত তার বাংলাদেশের ভিসার মেয়াদ আছে। বাংলাদেশে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নামনাম-এ তিনি কর্মরত বলে দাবি করেন। জেল কর্তৃপক্ষ বলেছে, রিমান্ডে নিয়ে তাকে রাখা হয়েছে জেলে। সেখানে তিনি শান্ত, স্থির রয়েছেন। তাকে যে খাবার দেয়া হচ্ছে তাই খাচ্ছেন
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com