শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৪৮

প্রকাশিতঃ রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০১৮ ০৪:২৩:১০ পূর্বাহ্ন

রাজধানীতে দুপুরে আটক যুবক রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

রাজধানীর বাড্ডায় সাতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল ইসলাম ওরফে নুরী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত নুরী একজন সন্ত্রাসী। তিনি বনানীর এমএস মুন্সি ওভারসিজ (জনশক্তি রফতানি) প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০) হত্যা মামলার আসামি। রবিবার (১৮ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আশুরাফুল ইসলাম বলেন, শনিবার দুপুরে মেরুল বাড্ডার মাছ বাজার এলাকায় আবুল বাসার বাদশা (৩০) নামে এক ব্যক্তিকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় জনতার সহায়তায় হাতিরঝিল থেকে নুরুল ইসলামকে অস্ত্রসহ গ্রেপ্তার করে পুলিশ। ওই দিন (শনিবার) রাতে তাকে সঙ্গে নিয়ে অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযানে যায় পুলিশ। পরে সেখানে ওঁত পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গোলাগুলির একপর্যায়ে নুরু গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com