বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০২:৫৭

প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ ০৫:০১:০৩ অপরাহ্ন

নির্বাচনকালে সরকার রুটিনওয়ার্ক করবে, প্রশাসন চালাবে ইসি: তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে। এ ক্ষমতাসীন দল নির্বাচনকালে দৈনদিন কাজ করবে, যাকে বলে রুটিনওয়ার্ক। কিন্তু প্রশাসন ও দেশ পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রমাণ করেছে তারা স্বচ্ছ এবং যোগ্য। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার হরিপুর এলাকায় একটি কারখানার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের এই উপদেষ্টা ও মন্ত্রী আরো বলেন, কুমিল্লার নির্বাচন ও রংপুরের নির্বাচনে প্রমাণিত হয়েছে ইসি নিরপেক্ষ ও দক্ষ। জাতীয় নির্বাচন আগামী ডিসেম্বরেই হবে উল্লেখ করে তোফায়েল বলেন, ক্ষমতাসীন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। এসবের বাইরে বিএনপি কিছু করার চেষ্টা করলে লাভ হবে না। বরং সেই দলটির ক্ষতি হবে। বাণিজ্যমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে আরো বলেন, ২০১৩ সালে একটি দলের নেতৃত্বে গোলযোগ সৃষ্টি করেছিল। ২০১৪ সালে নির্বাচন বানচাল করার জন্য মানুষ খুন করেছে, পেট্রোলবোমা মেরেছে। ২৪ জন পুলিশকে হত্যা করেছে। ৫০০ পুলিশ বুথ পুড়িয়ে দিয়েছে। যারা করেছে তাদের লাভ হয়নি। ২০১৫ সালে ৯৩ দিন হরতাল অবরোধের নামে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করেছিল। কোন লাভ হয়নি। এ অভিজ্ঞতা থেকেই সেই রাজনৈতিক দল (বিএনপি) এখন উপলব্ধি করেছে- রাজপথে হানাহানি, হত্যা, খুন, আগুন এগুলো কাজে লাগে না। যে কারণে এরা এখন মানববন্ধন অথবা অনশন, যদিও অনশন সম্পূর্ণ হওয়ার সময়ের তিন ঘণ্টা আগেই তারা চলে যায়। সবকিছু মিলে তবুও তারা বিনা বাধায় শান্তিপূর্ণ কর্মসূচি করছে। আওয়ামী লীগের এ নেতা মনে করেন, তাদের (বিএনপি) উচিত হবে- নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। এ সময় উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমানসহ আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com