রোববার, ০৫ মে ২০২৪, ০৬:২১

প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ ০৩:৪৩:১২ অপরাহ্ন

খুলনায় পরীক্ষার প্রশ্নফাঁস, আটক ৯

খুলনায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে নয়জনকে আটক করেছে র‌্যাব-৬। শনিবার (১৭ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বিকেলে খুলনার লবণচরাস্থ র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকেরা হলেন খালিশপুরের কাশিপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (১৮), হাবিবুর রহমানের ছেলে নাইমুর রহমান (১৬), রফিকুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (১৮), সবুর খানের ছেলে সাব্বির হোসেন (১৮), দৌলতপুর পাবলার আনোয়ারুলের ছেলে সাকিব হোসেন (১৮), মারিফুলের ছেলে মোনায়েম সাহরিয়া রাফি (১৬), হরিশেবকের ছেলে চয়ন রায় (১৭), যশোরের কোতয়ালীর মৃত মোরশেদের ছেলে ইব্রাহিম আল নাঈম (১৬) ও পিরোজপরের নাজিরপুরের সাত্তার মল্লিকের ছেলে সাজিদ (১৬)। র‌্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মো. এনায়েত হোসেন মান্নান জানান, শনিবার এসএসসির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় (সৃজনশীল) পরীক্ষার দিন ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার আগেই ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত এ নয়জনকে আটক করা হয়। ৩০০ থেকে ৪০০ টাকার বিনিময়ে এ চক্রটি প্রশ্নপত্র ফাঁস করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com