মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৫৫

প্রকাশিতঃ শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ ০৩:৪১:৪২ অপরাহ্ন

আসামি ছিনতাইয়ের সময় পুলিশ ফায়ার করেনি : স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সামনে পুলিশকে পিটিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়া হলো। পুলিশের দুটি রাইফেল ভাঙা হলো। তারপরও পুলিশ ফায়ার করেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের উস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের আত্মজীবনীমূলক গ্রন্থ জীবন স্মৃতি-২ এর প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে এ প্রকাশনা উৎসবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় আরও বলেন, বর্তমান সরকার কোনো ধরনের শান্তিপূর্ণ কর্মসূচিতেই বাধা দেয় না। সেটা রাজনৈতিক ও সামাজিক যাই হোক না কেন। শুধু পারমিশন নেয়ার সময় বলা হয় কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয়। তিনি বলেন, সম্প্রতি সভা-সমাবেশের ওপর ডিএমপি কমিশনার যে নিষেধাজ্ঞা জারি করেছে তা এখনও প্রত্যাহার করা হয়নি। সেটা প্রত্যাহার হলে কোথায় সমাবেশ করলে শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হবে না তা পুলিশ কমিশনার স্থির করবেন। সে অনুযায়ীই সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com