শুক্রবার, ১৭ মে ২০২৪, ১২:৪৭

প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ ০১:২০:১৩ অপরাহ্ন

খালেদা জিয়া অন্ধকার কারাকক্ষে কেন: প্রশ্ন হাফিজের

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্ধকার কারাকক্ষে কেন রাখা হয়েছে? তাকে কেন কাশিমপুর কারাগারে রাখা হলো না- এমন প্রশ্ন দলটির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এমন প্রশ্ন করেন। মেজর হাফিজ বলেন, বিএনপি কি করবে তা আওয়ামী লীগ ঠিক করে দিতে চায়। বিএনপিকে ভাঙতে আওয়ামী লীগ বিভিন্ন টালবাহানা করছে। খালেদা জিয়া কেন জেলে তার ব্যাখ্যা দিতে গিয়ে সাবেক এই মন্ত্রী বলেন, বেগম জিয়ার জনপ্রিয়তার জন্য তাকে কারাগারে রাখা হয়েছে। কারণ সে দেশের বিভিন্ন স্থানের পাঁচটি আসনে নির্বাচন করে কখনো হারেননি। তার জনপ্রিয়তার জন্য প্রতিপক্ষ আক্রোশে জেলে পাঠিয়েছে। খালেদা জিয়ার জেলে যাবার পেছনে যে কারণ দেখানো হয়েছে তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ২ কোটি টাকা বর্তমানে ৬ কোটি টাকা হয়েছে। সব টাকা ব্যাংকে আছে। একটি টাকা খরচ হয়নি। এই অর্থের সাথে বেগম জিয়ার কোনো সংশ্লিষ্টতা নেই। তারপরও তাকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। তার একমাত্র অপরাধ তিনি জনগণের ভোটাধিকারের জন্য লড়াই করছেন। গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য লড়াই করছে। তিনি বলেন, কত নিষ্ঠুর প্রতিহিংসা পরায়ণ সরকার। বেগম জিয়াকে একটা ডিভিশন পর্যন্ত দেয়নি। একজন জয়েন্ট সেক্রেটারি তিনি জেলে গেলে সরাসরি ডিভিশন পান। কোর্টের কোন আদেশের প্রয়োজন নেই। সাবেক এমপি সাবেক মন্ত্রী সবাই পান। আমিও সাবেক মন্ত্রী হিসেবে জেল খেটেছি সরাসরি ডিভিশন পেয়েছি। আমাদের নেত্রী কেন ডিভিশন পাবেন না। তিনি চার দিন অপেক্ষা করার পর ডিভিশন পেয়েছেন। আওয়ামী লীগ উস্কানি দিচ্ছে আমরা যেন সহিংস কার্যকলাপে লিপ্ত হই এমন কথা উল্লেখ করে মেজর হাফিজ বলেন, বিএনপি সব সময় শান্তিপূর্ণ কার্জকালাপ করে। বিগত নির্বাচনের পর আওয়ামী লীগ সহিংস কার্যকলাপ চালিয়েছে। বিএনপি ভদ্র রাজনৈতিক আচরণের দল। বেগম জিয়ার আচরণে তা প্রমাণ হচ্ছে। বিএনপির কোনো জনপ্রিয়তা নেই- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, তাহলে বেগম জিয়ার রায়ের আগেই কেন রাজধানীর প্রতিটি প্রবেশ পথে চৌকি বসিয়েছেন। কাক-পক্ষী শহরে আসতে দেননি কেন? প্রশ্ন করেন বিএনপির এই নেতা। পুলিশ এখন আর আওয়ামী লীগের আজ্ঞাবহ নেই এমন মন্তব্য করে তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ অবস্থানে তারা সহযোগিতা করছেন। খালেদা জিয়ার রায়ের সার্টিফাইড কপি কবে পাওয়া যাবে তাও জানতে চান বিএনপির এই নেতা।
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com