মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০১:০৯

প্রকাশিতঃ বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৮ ০২:৩৫:০৫ অপরাহ্ন

বাংলাদেশে সব দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ইইউ

বাংলাদেশে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। আজ বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা এ কথা বলেন। বিকেলে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ৮ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে প্রতিনিধি দল জানায়, সুষ্ঠু নির্বাচন করার ক্ষেত্রে কমিশনকে তাগিদ দিয়েছেন তারা। কমিশনও আইন অনুযায়ী সব পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন। এ সময় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সাংবাদিকদের বলেন, 'সুষ্ঠু নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা তাগিদ দিয়েছি নির্বাচন যেনো অবাধ হয়। কমিশনও আমাদের আশ্বাস দিয়েছে তারা সব ধরনের পদক্ষেপ নেবে।'
43A Railway Pde Lakemba, NSW 2195
email: editor@amardesh24.com
Copyright © 2016. Allright Reserved amardesh24.com